ফরিদপুর বেড়হাউলিয়ায় মা সমাবেশ ও চারতলা ভবন উদ্ভোধন

শিক্ষার গুণগত মান উন্নয়নে পাবনার ফরিদপুর মা সমাবেশ ও চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর ইউনিয়নের বেড়হাউলিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজনে এ মা সমাবেশ ও চারতলা ভবন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরকার।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুর) এর এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন গোলাপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শিরিন সুলতানা, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল জলিল বিশ্বাস, ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহআলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, বেড়হাউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হেসেন,বেড়হাউলিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ আলী, বিএল বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মুরাদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শাহিন কাওছার ও কোরআন তেলোয়াত করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোজাম্মেল হক।