শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

ফিলিপাইনে যাচ্ছে বাংলাদেশের হাইব্রিড ধানবীজ

রিপোর্টারের নাম : / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে দেশের সর্ব প্রথম হাইব্রিড ধানবীজ ফিলিপাইনে রপ্তানি হচ্ছে। জার্মানভিত্তিক বহুজাতিক কোম্পানি ‘বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশের’ নিজস্ব গবেষণায় উৎপাদিত এই বীজ বিদেশে রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।

ইন্ডিয়ান সার্ভিস প্রোভাইডার জমজম গ্রুপ এই বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা করছে।

বায়ার বাংলাদেশের সিড কোয়ালিটি এনালিস্ট আল ইমরান জানান- দেশীয় চাহিদা পূরণ শেষে এ্যারাইজ তেজ গোল্ড (হাইব্রিড এফ-১) জাতের ধান বীজ ফিলিপাইনে প্রথম চালান ৫০০ মেট্রিক টন পাঠানো হলো।

মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও মহাপরিচালক (বীজ) আবু জুবায়ের হোসেন বাবলু আনুষ্ঠানিকভাবে রপ্তানির প্রথম চালান প্রেরণের শুভ উদ্ধোধন করেন।

বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসরাম, রো-ক্রপ প্রোডাকশন ম্যানেজার আনোয়ার হোসেন, সিড বিজনেজ ম্যানেজার বিধান চন্দ্র পাল, মার্কেট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি রিয়াজ উদ্দিন আহমেদ, জমজম গ্রুপের প্লান্ট ম্যানেজার সাইফুল আজমসহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর