বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন তাড়াশ পৌর ছাত্রলীগ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন সিরাজগঞ্জের তাড়াশ পৌর ছাত্র লীগের নেতাকর্মীগণ।
বুধববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তাড়াশ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা এ শ্রদ্ধা নিবেদন শেষে মাজার জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগে যুগ্ন সাধারণ সম্পাদক সাগোর হোসেন,উপ পাঠাগার বিষয়ক সম্পাদক রাসেল হাসান,উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- শাহরিয়ার শাওন সহ ছাত্রলীগের অনেকে উপস্থিত ছিলেন।