বাউফলে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালীর বাউফলে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় মিম (১৭) নামের এক তরুনী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, মীমের ইচ্ছের বিরুদ্ধে তার পরিবারের সদস্যরা বিয়ে ঠিক করেন। এতে অভিমান করে সে কীটনাশক পান করেন। বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে বাউফল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, বিষ ক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।