বিএনপি নেতা আনোয়ার গ্রেফতার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/GridArt_20231028_225933186-700x390.jpg)
গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর মামলায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে বিএনপির নেতা ও ঝুট-ব্যবসায়ী আনোয়ার হোসেন (ওরফে সিলভার আনোয়ার) (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
গেল-শুক্রবার দিবাগতরাত (২৭ অক্টোবর) নগরীর আমবাগ পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জিএমপি কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২২ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঝুট-ব্যবসায়ী সিলভার আনোয়ার কে আসামি করা হয়েছে।