বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিশ্বাস রাখুন, নৌকাই দেবে সমৃদ্ধিঃ শেখ হাসিনা

রিপোর্টারের নাম : / ৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় বিশ্বাস রাখুন, নৌকাই দেবে উন্নয়ন ও সমৃদ্ধি।

গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

অস্ত্রের জোরে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়নই করেননি বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি দুর্নীতি করতে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমি শেখ মুজিবের মেয়ে। এ জাতি কারো কাছে মাথা নত করবে না।’ নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নৌকা নুহ নবীর নৌকা।মহাপ্লাবন থেকে নুহ নবীর নৌকাই আমাদের রক্ষা করেছিল। স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকাকে বিজয়ী করুন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কেউ কেউ টাকা ছড়াচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা ব্যবসা-বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি।

অনেককে একেবারে সেই বলতে গেলে নর্দমা থেকে টেনে তোলা হয়েছে। তাদের পয়সা বানানোর, ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিয়েছি; মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি। এখন তারা টাকা ছড়ায়; তারা মনে করে, টাকা দিয়েই সব কেনা যাবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো… খুব ভালো কথা, টাকা তারা ছড়াক। কারণ যত টাকা বানিয়েছে কিছু যাবে জনগণের হাতে।

তবে একটা কথা স্মরণ করাতে চাই, ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না, টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। ফরিদপুরের মাটি নৌকার ঘাঁটি।’

প্রায় ৪০ মিনিটের বক্তব্যে তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রমুখ।

আগে দক্ষিণের মানুষকে রাজধানীতে যাতায়াত করতে নদীপথের ঝক্কি পোহাতে হতো, সেখানে পদ্মা সেতু চালু করায় যে সুফল মিলছে তা মনে করিয়ে দেন বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, ‘আজকে সকাল সাড়ে ১১টার পরে রওনা হয়ে ফরিদপুর চলে এসেছি। মাত্র দুই ঘণ্টা, সোয়া দুই ঘণ্টার মধ্যে ফরিদপুর আর ঢাকা। আমাদের শুধু ফরিদপুর নয়, গোটা দক্ষিণ অঞ্চল—প্রত্যেক জায়গায় যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট, পুল-ব্রিজ ব্যাপকভাবে করে দিয়েছি। যোগাযোগব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি, আরো কাজ বাকি। আমাদের এখন উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে।’

বিএনপি-জামায়াত সরকারের শাসনামলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘সেই সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছিল, দেশের গ্যাস সম্পদ বিক্রি করেই তারা ক্ষমতায় এসেছিল। ২০১৪-তে বিএনপির নির্বাচনে আসেনি, ২০১৮-তে মনোনয়ন বাণিজ্য করে নিজ দলের ভরাডুবি হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর আস্তে আস্তে দেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছি। আমার দলের নিবেদিত কর্মীরাই সব সময় দলের পাশে থেকেছে বলে আজ আমরা ক্ষমতায়। আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশকে এগিয়ে নিতে।’

সরকারপ্রধান বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য আমরা হাই-টেক পার্কের ব্যবস্থা করে দিয়েছি। আমরা ২০০৮ সালে ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি, আজ তার বাস্তবায়ন হয়েছে। এখন মানুষে হাতে হাতে মোবাইল ফোন, ইন্টারনেট। আমাদের ছেলে-মেয়েদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার জন্য প্রতিটি স্কুলে কম্পিউটর ল্যাব স্থাপন করে দিয়েছি। এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকে দেশে বসে থেকে বিদেশ থেকে আয় করছে। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।’

‘এইবারে ইলেকশনে ছক্কা মেরে দিয়ো’

প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার এক পর্যায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটা রত্ন আছে, এই রত্নটা ক্রিকেটরত্ন। মাগুরা-১ আসনে এবার আমরা নমিনেশন দিয়েছি—সাকিব আল হাসান । সে বলছে, বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি, বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি খালি বলবা যে তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো—তাহলেই হবে। এইবারে ইলেকশনে ছক্কা মেরে দিয়ো।’

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে গতকাল নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ প্রার্থীদের পরিচয় করে দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুরে জনসভা: ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় জনতার একাংশ। গতকাল বিকেলে এই জনসভায় দলের প্রার্থীদের পরিচয় করিয়ে নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর