বেতাগীতে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের মনোবল বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা
বরগুনার বেতাগীতর ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের মনোবল বৃদ্ধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিন টায় উপজেলার কাজিরাবাদ কিশোর কিশোরী ক্লাবে আঁধারের আলো নারী কল্যাণ সমিতির আয়োজনে ও তরুণ কল্যাণ যুব পরিষদের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন, বেতাগী উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মোসাঃ মাহমুদা খানম।
যুব সংগঠক অলি আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাহমুদ সুমন, কুমড়া খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু দিপক কুমার রায়, প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন। সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা।
উপস্থিত ছিলেন, জেন্ডার প্রোমটার অলি আহমেদ ও আরিফুল ইসলাম পলাশ।
সভায় উপস্থিত সকলে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ অঙ্গিকার ব্যক্ত করেন।