মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক-২ ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের উদ্যোগ ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে মুছে যাওয়া গতিরোধক চিহ্নিতকরণ হরিপুর উপজেলা হিসাব রক্ষক কার্যালয়ে দুর্নীতি দুই কর্মকর্তা গ্রেফতার ভাঙ্গুড়ায় দুইটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন আসামীর জামিন না মঞ্জুর খবরে পিপিকে হেনেস্তা বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর পরামর্শ সভা দেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে- রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে কোরআন প্রতিযোগিতা ও ইফতার দোয়া মাহফিল বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

বেতাগীতে  বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২২ উদযাপন

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ জুলাই, ২০২২

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস নানা আয়োজনে মাধ্যমে উৎযাপিত হয়েছে।

সোমবার ( ২৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সিআইপিআরবি’র সহযোগিতায় এনসিটিএফ বেতাগী উপজেলা শাখা দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পানিতে ডুবা থেকে উদ্ধার কৌশল প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন।
এর আগে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদ এর মাননীয় চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।
জাতিসংঘ ঘোষিত ২৫ জুলাই বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস সম্পর্কে সচিত্র উপস্থাপনার মাধমে পানিতে ডুবা মৃত্যুর বর্তমান ভয়াবহ চিত্র ও এ থেকে উত্তরনের বিভিন্ন সরকারি-বেসরকারি পদক্ষেপ সম্পর্কে অবগত করা হয়।
সিআইপিআরবি এর ফিল্ড টিম ম্যানেজার মোতাহের হোসাইন বলেন, ‘২০১৬ সাল থেকে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) বরগুনা জেলায় স্বাস্থ্য অধিদপ্তরের ননকমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর আওতাধীন, রয়্যাল ন্যাশনাল লাইফবোটস ইনষ্টিটিউশন, (আরএনএলআই), ইউনাইটেড কিংডম (ইউকে) যুক্তরাজ্য এর সহযোগিতায় সিআইপিআরবি ভাসা প্রকল্প বাস্তবায়ন করে আসছে ।এই প্রকল্পের মূল উদ্দেশ্য পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ করা।
এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম মুন্না অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ইভা নাসরিন, এরিয়া কোঅর্ডিনেটর, সিআইপিআরবি বলেন, জাতিসংঘ তার সদস্যভূক্ত দেশসমূহ জন্য পানিতে ডুবা প্রতিরোধে ১০ টি নির্দেশনা বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন, সিআইপিআরবি বেতাগী পৌরসভাসহ ৭ টি ইউনিয়নে ১১৯টি আঁচল কেন্দ্র, ৯ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র এবং যে কোনো দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া বিষয়ে স্বেচ্ছাসেবক তৈরি করেছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সুজন সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শামীম সিকদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর