শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

বেড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার / ৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পাবনার বেড়ায় অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ে এ দিবসকে ঘিরে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুইজে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরা হয়। সঠিক উত্তরের মাধ্যমে পাঁচজন বিজয়ী পেয়ে যাবেন উক্ত ফাউন্ডেশনের আকর্ষণীয় পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাশেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন রাজা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো.তায়েব, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: জাকিয়া সুলতানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তামিম ও সংগঠন সদস্য মো: নাঈম। সভাপতি রাশেদ হোসেন বলেন, আগামী প্রজন্ম যাতে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে দেশ এবং ৭ মার্চের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে আমাদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর