বেড়া ইউপিতে উপ-নির্বাচন

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
ইসলামপুর নির্বাচিত ইউপি সদস্য সাধন গোস্বামীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে ভোট গ্রহণ করা হবে।
ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মেম্বর পদটির জন্য ফুটবল প্রতীক নিয়ে সুষমা রানী, এবং সিরাজুল ইসলাম শের আলী টিউবয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উক্ত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১ হাজার ৬ শ, ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী নির্বাচিত করবেন।