ভাঙ্গুড়ায় মসজিদের উন্নয়নকল্পের টাকা নিয়ে সংঘর্ষে আহত-১
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদের উন্নয়নকল্পের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলার
অষ্টমনিষা ইউনিয়নের ডাঙ্গা পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনায় অত্র ওয়ার্ডের মেম্বার সাহেব আলী আহত হয়েছেন। আহত সাহেব আলী ডাঙ্গা পাড়া গ্রামের আব্দুল রহিম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঙ্গা পাড়া গ্রামের স্থানীয় মুসল্লিরা ডাঙ্গা পাড়া জামে মসজিদে নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে মসজিদের ঈমাম গ্রামের সকল মুসল্লিদের উন্নয়নকল্পের চাঁদা নির্ধারণ করা টাকা দ্রুত পরিশোধ করার অনুরোধ করেন। কারণ রাজ মিস্ত্রীর টাকা ঠিকমত দেওয়া যাচ্ছে না। সে সময় অত্র ওয়ার্ডের মেম্বর গ্রামবাসীর পক্ষে ঈমাম সাহেবকে বলেন, চাঁদার টাকাটা আস্তে আস্তে নেন আর মসজিদের জমি বিক্রি ও জালসার টাকা দিয়ে মসজিদের কাজ শুরু করেন। এ কথা বলার পরই বেলাল হাজী গং মেম্বর সাহেব আলীকে কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মোঃ রাশিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।