রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)দিনব্যাপী মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জুর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় অতিথি হিসেবে ২১টি ইভেন্টেের ৮তম ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্ধোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.গোলাম হাফিজ রঞ্জু।

শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্য বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বাচ্চু, সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল জব্বার,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ কাওছার আহমেদ, ভাঙ্গুড়া রিপোর্টার্ট ইউনিটির সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর