মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন। মত বিনিময় সভার সঞ্চালনা করেন লালমনিরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু।
সভার মুক্ত আলোচনায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম জেলা মৎস্য অধিদপ্তরের জনবল সংকট সহ নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তাগন দেশি প্রজাতির মাছ সংরক্ষণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।