রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম- এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব হাসিবুল ইসলাম, শাহজাদপুর পৌরসভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিদ মাহমুদ খান এবং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ৩০ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিট’-এর গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে শাহজাদপুরে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরের ট্রাফিক জ্যামসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেন। এসময় উপস্থিত সকলেই ৩০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে একমত পোষণ করেন।