বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু  ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড! গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামিলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রামে বিএনপির ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা

লালমনিরহাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম : / ৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ জুন, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ লালমনিরহাটে পল্লী বিদ্যুৎ গ্রাহক সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন) সকাল ১০ টা হতে সকাল ১১ টা পর্যন্ত লালমনিরহাটের সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কে এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ চিকিৎসক ফরহাদ হোসেন, রাজনৈতিক নেতা আমজাদ হোসেন, আবুল হোসেন, মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শুকুর উদ্দিন প্রমুখ। এ মানববন্ধনে যোগ দেন ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডের হাজার হাজার কৃষক ও পল্লী বিদ্যুৎ গ্রাহকসহ সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। কিন্তু পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে দিন ও রাত মিলিয়ে গড়ে ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে। তাও ১ থেকে ২ ঘণ্টা পরপর লোডশেডিং দেয়া হয়। বিদ্যুৎ অফিসে এসব অভিযোগ নিয়ে গেলে দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি আগামী ১২ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক করা না হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবো।

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, অনেক এলাকাবাসী আসে বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। আমরা পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায়।

তিনি আরও বলেন, আমার ইউনিয়ন পরিষদটি পল্লী বিদ্যুৎ এর সংযোগ রয়েছে। কয়েক দিন থেকে বিদ্যুৎ না থাকায় সেবা গ্রহীতারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য যে, লালমনিরহাটের সদর উপজেলার সীমান্তবর্তী ১নং মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডে গত কয়েক দিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ না থাকাসহ ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত এলাকার জনগণ। প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ পান না গ্রাহকরা। এবার তারা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর