লালমনিরহাটে বিএনপি’র পদযাত্রায় হাঁজার হাঁজার মানুষের ঢল

লালমনিরহাটে সারা দেশের ন্যায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে গণপদযাত্রা করেছে জেলা বিএনপি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হওয়া এ গণপদযাত্রায় হাঁজার হাঁজার মানুষের ঢল নামে।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি শহরের ৬ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ শেষে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
গণপদযাত্রার আগে বিএনপি’র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের পরিস্থিতি ভয়াবহ হলে তার দায় আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। তারা গোলের ভয়ে গোলবারের সামনে শান্তি সমাবেশের নামে কর্মসূচি দিলেও লোক নেই।
চাকরি, টাকা আর খিচুরির লোভ দিয়েও লোক পাচ্ছে না আওয়ামী লীগের শান্তি সমাবেশে। তারা শান্তির নাম করে অশান্তি করছে।
দুলু আরও বলেন, হামলা মামলা দিয়েও যখন বিএনপি’কে দমাতে পারছে না। তখন এ ফ্যাসিস্ট সরকার বলছে, খালেদা জিয়ার রাজনীতি করতে বাঁধা নেই। কিছু দিন পর বলবেন, নির্বাচনেও বাঁধা নেই। সরকার পতনের লক্ষণ আলামত দেখা যাচ্ছে।
গণপদযাত্রার সমাবেশে জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা বক্তব্য দেন।