লিও-লায়ন “গেট টুগেদার” প্রোগ্রাম

গত১১ই অক্টোবর কুমিরা ইসলামিক বিশ্ববিদ্যালয়স্থ মারকাজুদ দাওয়া নুরানি মাদ্রাসায় সেন্ট্রাল জুবিলী লিও ক্লাব কর্তৃক “গেট টুগেদার” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অক্টোবর সার্ভিস মাস হিসেবে মারকাজুদ দাওয়া নুরানি মাদ্রাসা এবং পাহাড়ীকা হাফেজিয়া মাদ্রাসায় মোট ৯০জন ছাত্রছাত্রীর মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশের সম্মানিত জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, ক্লাব সভাপতি লায়ন গোলাম রহমান বাবু, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন নজরুল ইসলাম, সেক্রেটারী লায়ন শারমিন সুলতানা মৌ, সদস্য লায়ন নার্গীস সুলতানা সীমা, সদস্য লায়ন দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সেক্রেটারী লিও ওমর ফারুক, ক্লাব ডিরেক্টর লিও মাইনুল হাসনাত রাহাত, সভাপতি লিও সুজানা আফরিন, সদ্য প্রাক্তন সভাপতি লিও নাজিম উদ্দীন, সেক্রেটারী লিও রাইয়ানুল হাসনাত, ট্রেজেরার লিও আত তাতফিফ আরিয়ান, লিও শিহাব, লিও নিশাত, লিও রিদয়, লিও ফারদিনসহ অন্যান্য ক্লাবের লিও রিপন, লিও মাহিন, লিও রহিম এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সেন্ট্রাল জুবিলী ছাড়াও সীতাকুণ্ডে অবস্থিত সীতাকুন্ড লায়ন্স-লিও ক্লাব, রোজভ্যালী লায়ন্স ক্লাব, মহানগর লিও ক্লাব, পারিজাত লায়ন্স ক্লাব, লিবার্টি লায়ন্স ক্লাব, অগ্রণী লিও ক্লাব এবং এমিএবল রোজ গার্ডেন লিও ক্লাবের সদস্যবৃন্দের নিমন্ত্রণ করা হয়।