বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

শাহজাদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

 মাহফুজুর রহমান মিলনম, স্টাফ রিপোর্টার: / ১৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

“টেকসই উন্নয়ন ভাবনায় শাহজাদপুর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান লোদী, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমূখ। এ মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন মূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর