শাহজাদপুরে বিধবা নারীকে ধর্ষণ, গ্রেফতার ২
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_1177606056419642-700x390.jpeg)
সিরাজগঞ্জ শাহজাদপুরে ৪৩ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ আছলাম আহম্মদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার(৫জুলাই) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিধবাকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকার প্রভাবশালীরা।
পরে শুক্রবার দিবাগত রাতে বিধবা শাহজাদপুর থানায় উপস্থিত হয়ে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল হান্ডিয়াল পাড়া গ্রামের মোঃ নজাবত প্রামানিকের ছেলে অভিযুক্ত মোঃ আছলাম আহম্মদ এবং বিষয়টি ধামাচাপা ও কাওকে না জানানোর জন্য বিধবাকে ভয়ভীতি দেখানো অভিযোগে সড়াতৈল পশ্চিমপাড়া গ্রামের মোঃ মমিন (৩নং ইউপি সদস্য)(৩৫) পিতা-মৃত আঃ হাই প্রামানিক, মোঃ রউফ(৩০) পিতা-মোঃ নবী প্রামানিক, মোঃ আনোয়ার হোসেন(২৫) পিতা-মৃত আঃ হাই প্রামানিকসহ চারজনের নামে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আছলাম আহম্মেদ ও আনোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশ।
এবিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ৮ বছর আগে ভুক্তভোগীর স্বামীর মারা যাওয়ার পর থেকেই একটি সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করতেন। গতবুধবার রাতে অভিযুক্ত আছলাম বিবাহের প্রলোভন দেখাইয়া বিধবাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষণের শিকার বিধবা মামলা করেছেন। এরপরই অভিযুক্তসহ দুজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিধবা নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।