শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়
নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৭সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম মঙ্গলবার(২৬ডিসেম্বর) সকালে পৌর সদরের শক্তিপুর নিজ বাসভবনে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান, যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সভপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভপতি আবুল কাশেমসহ শাহজাদপুর প্রেস ক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় চয়ন ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে, এর সন্মান আপনাদের কাছে। সাংবাদিকদের লেখনি, দোয়া ও সার্বিক সহযোগিতা পেলে আগামী ৭জানুয়ারী নৌকা মার্কার বিজয় নিয়ে আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।