শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রলিসহ আটক-৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৬ নং বাধে অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রলিসহ ৪ জনকে আটক করা হয়। এসময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে ৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুবায়ের হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। শিবগঞ্জ থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।