সলঙ্গার চড়িয়া কালীবাড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হলো চড়িয়া কালীবাড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার বিকেল সাড়ে ৪টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম রেজা।
হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাকন,সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান, সাইদুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আজিজুল বারী সুমন, সাধারণ সম্পাদক বেল্লাল বিশ্বাস,সাইফুল ইসলাম মাস্টার, আবু ইউসুফ প্রমুখ।
ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর একাদশ ফুড বল ক্লাব ২-০ গোলে উল্লাপাড়া স্বাধীন বাংলা একাদশ ফুড বল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি বড় রেফ্রিজারেটর (ফ্রিজ) এবং রানারআপ দলকে ছোট রেফ্রিজারেটর (ফ্রিজ) পুরস্কার হিসেবে দেওয়া হয়।
এ ছাড়া দুদলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোহেল রানা । টুর্নামেন্টের আয়োজক ছিলেন চড়িয়া কালীবাড়ি সোনার বাংলা ইয়াং স্টার ক্লাব।