সিংড়া জিএ কলেজ ছাত্র সংসদের নির্বাচন ২৩ জুলাই
নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (১২জুন) সকালে কলেজ হলরুমে ছাত্র সংসদের এই তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. রফিকুল ইসলাম।
তফসিলে আগামী ২১ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর টা পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ সময়। ২২ জুলাই যাচাই বাছাই এবং আগামী ২৩ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও ৮ নং শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রৌওনক হাসান হারুন সহ অন্যান্য ছাত্রনেতা।