সিরাজগঞ্জে এস.এসসি ও সমমান পরীক্ষা- ২০২৪ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগামী ১৫ ফেব্রুয়ারি হতে অনুষ্ঠিতব্য এস.এসসি /দাখিল/এস.এসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) সমাপনী পরীক্ষার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায়
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক, মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক , (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির ।
এসময়ে প্রস্তুতিূলক সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার পরাগ সাহা , জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আফসার আলী ,পুলিশ সুপারের প্রতিনিধি ও সিভিল সার্জনের প্রতিনিধি এবং অত্র জেলার ৭৪ কেন্দ্রের কেন্দ্র সচিবগণ।
অনুষ্ঠানে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির।
উক্ত অনুষ্ঠানে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষার ৪৫টি কেন্দ্র , দাখিল পরীক্ষার ১১টি কেন্দ্র এবং এসএসসি ভোকেশনাল/দাখিল ভোকেশনাল পরীক্ষার ২১ কেন্দ্র সহ মোট ৭৭ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৬ হাজার ২৩৫জন।