সিরাজগঞ্জে নগর পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ পৌরসভায় ব্র্যাকের উদ্যোগে নগর পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে নগর পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধির সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত উক্ত সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও নগর দরিদ্র সুরক্ষা ফোরামের সভাপতি নুরুল হক।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা , সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব,মামুনুর রশিদ মামুন, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাহ আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর রিজিওনাল কো-অর্ডিনেটর ফারজনা পারভীন সম্পা, ফিল্ড কো-অর্ডিনেটর মোহা. শাহজাহান মিয়া, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের, (এগ্রিকালচার প্রকল্পের) রিজিয়নাল ম্যানেজার মোহা. রবিউল ইসলাম, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক কুমার চক্রবর্ত ী এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সকল কর্মীসহ অন্যান্য সিডিও নেতৃবৃন্দ ছিলেন। নগর পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধির সাথে সংলাপ আলোচনায় অতিদরিদ্রদের কিভাবে সরকারি সোসাল সেফটিনেট সুবিধার আওতায় আনা যায় এ নিয়ে আলোচনা করা হয়। উক্ত আলোচনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুন বলেন যে, বিভিন্ন ভাতার টাকা নগদ বা বিকাশে প্রদানের ফলে অনেকে প্রতারিত হচ্ছেন এবং যাদের নিজস্ব মোবাইল নেই তারা তাদের টাকা অনেক সময় হাতে পাচ্ছে না এক্ষেত্রে তারে কে একটি করে মোবাইল সিম দেওয়ার পরমর্শ দেন। সমাজ সেবা কার্যালয় এর সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান বলেন যে, আমরা নগদে/বিকশের সমস্যা সমাধানে কাজ করতেছি এক্ষেত্রে তিনি একটি করে মোবাইল সিম প্রদানের সুপারিশ করেন। প্যানেল মেয়র-১ নুরুল হক বলেন যে, সোসাল সেফটিনেটের আওতায় সবাইকে আনতে হবে এক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করছি।