সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে মরহুম মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতীয় নেতা শহিদ এম. মনসুর আলী সুযোগ্য সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক, তার, টেলিযোগাযোগ, গণপূর্ত গৃহায়ন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননন্দিত জননেতা প্রয়াত মোহাম্মদ নাসিম-এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকীতে উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন, দোয়া ও স্বরণ সভা করার মাধ্যমে মৃত্যু বার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামী কার্যালয়ে উক্ত মৃত্যু বার্ষিকী দিবস পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে. এম. হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার এর আহবানে স্বরণ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী, অ্যাডঃ বিমল কুমার দাস অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ বক্তব্য রাখেন। এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।