সিরাজগঞ্জ জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র সহযোগিতায় জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত সমন্বয় সভার সভাপতিত্ব করেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার,।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হেলাল আহমেদ , উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের কানিজ ফাতেমা প্রমুখ।
এসময় সমন্বয় সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার , রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মেরিনা সুলতানা, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন,
বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজ্জাদুল রেজা , বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল রেজা, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম রাকিবুল হাসান।
এছাড়াও জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
সিরাজগঞ্জ ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, বিদ্যুৎ কুমার নন্দী জেলা ব্যবস্থাপক,সিনিয়র অফিসার (পিটি) আতিকুর রহমান,আঞ্চলিক ব্যবস্থাপক জেজিডি খালেকুজ্জামান,এসোসিয়েট অফিসার মো: মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।
সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যে কার্যক্রম বাস্তবায়ন করছে সে সংক্রান্ত উপস্থাপনা করেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, রাজশাহী’র জোনাল ম্যানেজার সুফিয়া বেগম।
সমন্বয় সভার উদ্দেশ্য ছিল বাল্যবিয়ে প্রতিরোধে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন, বাল্যবিয়ে হ্রাসকরণে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করাও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারন করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা।সভায় বর্তমান পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ চিহ্নিত করে চ্যালেঞ্জ উত্তোরণের উপায় এবং কর্মকৌশল নির্ধারন করা হয়।