সিরাজগঞ্জ সদরে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়

সিরাজগঞ্জ সদরে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী চরবামুনগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অষ্টম মাসের সেশন রুখব এবার সবাই মিলে, নির্যাতন ও বাল্যবিয়ে। উক্ত সেশনটি পরিচালনা করেন অফিসার (সেলপ), মো: মাসুদ রানা।সেশন শেষে কিশোরী ও অভিভাবকদের নিয়ে আলোচনা করেন, সভায় প্রধান অতিথি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জেলা আদালত সিরাজগঞ্জের জিনাত জাহান, জেলা লিগ্যাল এইড অফিসার বলেন সুখী ও সুন্দর ভবিষ্যতে জন্য বাল্যবিয়ে নয়, প্রয়োজন শিক্ষা ও কাজের সুযোগ, বাল্যবিয়ের ফলে শারীরিক ও মানসিক যৌন ও অর্থনৈতিক ক্ষতিসমূহ চিন্হিত করতে পারবে। এবং জেলা লিগ্যাল এইড অফিস বিনামূল্যে যেকোন আইনে সহায়তা প্রধান করেন।
এসময়ে ব্র্যাক জেলা সমন্বয়কারি রইজ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার (পিটি) আতিকুর রহমান, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও মনিজা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।