বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণায় শিক্ষক দম্পতি!

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ১০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ -১ আসনে ফেসবুকসহ ভোটারের বাড়ি বাড়ি জোড় নির্বাচনী প্রচারণায় নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্ৰহণ বিষয়ে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৭(১) ঙ এবং ৮৬ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হলেও শিক্ষক দম্পতির ভোট প্রচারণায় অংশ নেয়ায় শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি সরকারি বিধি লঙ্ঘন বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিনে জানা যায়, কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্ৰামের বাসিন্দা গোলাম রব্বানী পেশায় শিক্ষক, তিনি চরাঞ্চলের ভাটি মেওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি খাসরাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তার স্ত্রী রেহানা খাতুন প্রধান শিক্ষক হিসেবে রাজবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকার পাশাপাশি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং তারা দুজনেই বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। নৌকা প্রতীকের পক্ষে এই দম্পতি চরাঞ্চলের খাসরাজবাড়িসহ একাধিক ইউনিয়নের বিভিন্ন গ্ৰামে মিছিল, উঠান বৈঠক, পোস্টার, লিফলেট সহযোগে ভোট প্রার্থনা করার পাশাপাশি প্রচারণা কার্যক্রম তাদের ফেসবুক আইডিতে আপলোড করছেন। সহকারী শিক্ষক গোলাম রব্বানী সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, এরকম আরো আছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান বলেন, বিধি লঙ্ঘন হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে। ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার সোহরাব হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ নেই সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, নারায়ণগঞ্জ ২আসনে এধরনের ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজকে কারন দর্শানো নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর