অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসুন

অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণতান্ত্রিক ধারায় নির্বাচিত সরকার অনেকে চায় না। তারা বলে বেড়াচ্ছে, দুই-এক বছর অনির্বাচিত সরকার থাকলে নাকি আরো উন্নয়ন ঘটবে। আমি বলতে চাই যারা অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন দেখছেন তাদেরকে আমি সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসার আহ্বাণ জানাচ্ছি। কেননা সেই অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত কতৃক বাতিল করা হয়েছে, তা এখন জাদুঘরে। এটা এখন অসাংবিধানিক।’
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি।