অপপ্রচারের প্রতিবাদে কাজিপুরে উপজেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ কাজিপুর পৌরসভা কমিটি গঠন ও ঘোষণা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাজিপুর উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি কাজিপুর উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। উপস্থিত ছিলেন সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সোহেল এবং নবনির্বাচিত পৌর ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ সেতু ও সাধারণ সম্পাদক এরশাদ আলীসহ দলীয় কর্মী ও নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পাঠকৃত বক্তব্য হুবহু তুলে ধরা হলোঃ “বিগত ১১/০২/২৩ তারিখের কাজিপুর পৌর ছাত্রলীগের সম্মেলন হওয়ার পর থেকে কিছু দুষ্কৃতকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যেটা আমাদের (সভাপতি/সাধারণ সম্পাদক) দৃষ্টিগোচর হয়েছে। কাজিপুর উপজেলা ছাত্রলীগের প্যাড এবং ছিল/সাইন নকল করে ষড়যন্ত্রকারীরা যে অপপ্রচার চালাচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা কাজিপুর উপজেলা ছাত্রলীগ পরিবার এই ধরনের হীন অপরাধের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি”।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগ কাজিপুর পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ নেতাকর্মীরা।