শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

অস্ত্র-বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছরের দণ্ড

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় তৌফিকুল ইসলাম ওরফে (৩৮) নামে একজনকে ১৭ বছরের কারাদ-, ১০ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।

দন্ডিত আসামী শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে। ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর ও ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৫ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, গত ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় আলমের টিনের ঘরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৩ কেজি ৯৫০ গ্রাম গানপাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রেজা সরকার একই সালের ২৭ এপ্রিল তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদী শেষে দুপুরে আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে ওই রায়ে দ-িত করেন। রায় প্রদানের সময় আসামী পলাতক ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর