বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

আওয়ামী লীগ মনোনীত মনোনয়ন জমা দিয়েছেন আ.স.ম ফিরোজ,স্বতন্ত্র ভাবে হাসিব আলম তালুকদার

রিপোর্টারের নাম : / ১০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা, পটুয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মনোনয়নপত্র জমা দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি ও স্বতন্ত্র ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বীর উত্তম সামসুল আলম তালুকদারের পুত্র কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আ.স.ম ফিরোজ এমপি নিজ বাড়ি পূর্ব কালাইয়া মসজিদে দোয়া মিলাদ সহ পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন এবং বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে উপস্থিত নেতাকর্মীদের মাঝে দোয়া মিলাদ করে বেলা ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে দুপুর দুইটার দিকে স্বতন্ত্র প্রার্থী হাসিব আলম তালুকদার নিজ বাড়ি বগাতে দোয়া মিলাদ করে তার নেতাকর্মীদের নিয়ে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

একই দিনে এ আসনে জাতীয় পার্টির মহসিন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মাদ হাওলাদার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরা উপজেলা পরিষদ চত্বরে ভীড় জমান। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদসহ উপজেলা শহরের গুরুত্ব পূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বশির গাজী বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর