আগুনে পুড়িয়ে হত্যা করা সেই শামীমের শোকসভায় কাঁদলেন এমপি রিমন
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়িতে আগুনে পুড়িয়ে হত্যা করা সেই ইউপি সদস্য শাহ ফারুক আহমেদ শামীমের প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের অঝোরে কাঁদলেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে নিহত শামীমের দুই শিশু সন্তান ও তার স্বজনদের আহাজারির বর্ণনা দিতে গিয়ে হাজারো মানুষের সামনে কেঁদে ফেললেন তিনি। এ সময়ে উপস্থিত নেতা কর্মীসহ জনগন চোখের পানি ধরে রাখতে পারেননি। কিছুক্ষণ নিরবতা শেষে এমপি রিমন ঘোষণা দেন, “আমি যতদিন বেঁচে থাকব ততদিন শামীমের সন্তানদের সকল প্রকার দায়-দায়িত্ব আমার”।
বৃহস্পতিবার বিকালে ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ ফারুক আহমেদ শামীমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জোমাদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুসুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার। এ সমেয় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক হাদিছুর রহমান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মহসীন ফয়সাল অপু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন তার বক্তৃতায় বলেন, শামীম হত্যার বিচার হবেই ইনশাল্লাহ। আপনাদের সাথে নিয়ে অশান্ত সরিষামুড়ি শান্ত করা হবে। অতিদ্রুত শামীম হত্যার রহস্য উন্মোচন হবে। তিনি আরও বলেন, আজ থেকে যতদিন আমি জীবিত থাবক ততদিন নিহত শামীমের সন্তানের লেখা পড়াসহ সকল দায়িত্ব আমি গ্রহণ করব। আমি খেলে ওরাও খাবে। পরে নিহত শামীমের রুহের মাখফেরাত কামানায় দোয়ার আয়োজন করা হয়।
এর আগে এমপি শওকত হাচানুর রহমান রিমন নিহত শামীমের বাড়ি গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বজনরে সাথে কথা বলেন। এ সমেয় স্বজনদের কান্নায় সেখানে এক হৃদয় বিদায়ক পরিবশ সৃষ্টি হয়। পরে তিনি শামীমের কবর জিয়ারত করেন।