আনন্দ- উচ্ছ্বাসে পালিত হচ্ছে নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

নিজস্ব প্রতিবেদক
আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে দুই দিনব্যাপী পালিত হচ্ছে নলসোন্দা উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনালের
সুবর্ণ জয়ন্তী উৎসব । এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে এই প্রতিপাদ্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন ঘটে বিদ্যালয় প্রাঙ্গণে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিদ্যালয় মাঠে নতুন-পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ।
সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রাক্তনরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। পুরোনো বন্ধুদের আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল তাদের। এ সময় কেউ কেউ পুরোনো সতীর্থদের কাছে পেয়ে সময়টি ক্যামেরাবন্দী করে রেখেছেন।
নলসোন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান এক হাজারেও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে সুর্বণ জয়ন্তীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে গুটি কয়েকজন মানুষের নির্দেশনায় মাসব্যাপী শতশত শিক্ষার্থীদের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই প্রিয় স্কুল ও মাঠের চারিদিকে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে।
দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিন জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, স্কুলের সাবেক বর্তমান শিক্ষকদের পরিচয়, স্কুলের ইতিহাস আলোচনা, আগত অতিথিদের বক্তব্য প্রাক্তনদের স্মৃতিচারণ, টিসার্ট, চৈতালীর প্রপঞ্চ নামে ছাপা স্মরণিকা উপহার, গান , ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ ও দুপুরের মধ্যাহ্ন ভোজ ও রাতে প্রত্যাশা শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে (১৪ এপ্রিল) সাকলে শতশত শিক্ষার্থীরা একসঙ্গে পান্তা, আলু ভর্তা, তিল ভর্তা, খাওয়ার আয়োজন। দিনভর বিভিন্ন আনন্দ উল্লাস, বিকেলে খেলাধুলা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ১৯৭৪ সাল থেকে বড়তমান সময়ের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। দীর্ঘদিন পর একসঙ্গে প্রিয় শিক্ষক ও বন্ধুদের দেখে চোঁ যেমন হয়েছে অশ্রুসিক্ত, তেমনি হৃদয় হয়েছে শীতল। আজীবন স্মৃতির পাতায় গেঁথে থাকবে