আমতলীতে ভোক্তা অধিকারের অভিযানে চাল জব্দ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম নেতৃত্বে দিনাজপুরের জেলার চিরিরবন্দর উপজেলা ১০ নং পুনট্রি ইউনিয়নের আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার ২৩ শে আগস্ট বেলা ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইশান এগ্রো লিঃ কে চালের বস্তার ওজনে তারতম্য থাকায় ৩০,০০০ টাকা ও মোচাক হোটেলকে মূল্য তালিকা না থাকায় ৪০০০ টাকা, এবং জুয়েল ব্রাদার্সকে মূল্য তালিকা না থাকায় ৫০০০ টাকা সহ মোট ৩৯,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমতাজ বেগম বলেনঃ ভেজালে বিরোধী অভিযান চলমান আছে ও থাকবে। এ সময় সার্বিক সহযোগিতা করেন করেন ভোক্তা অধিকার কর্মকর্তা ও দিনাজপুর জেলা পুলিশের একটি টিম।