আমবাড়ীতে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি মন্তব্যে বিক্ষোভ মিছিল
ভারত সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্ব নবী হজরত মুহাম্মদ(সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শনিবার ১৮ জুন
বিক্ষোভ কর্মসুচি পালন করেছে আমবাড়ি ইমাম ওলামা কল্যাণ ও সর্বস্তরের মুসলিম জনগন।
দুপুর ২ টায় জোহর নামাজ শেষে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী বাসস্ট্যান্ডে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রায় এক হাজার মুসল্লি বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমবাড়ী স্ট্যান্ডে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন আমবাড়ী ইমাম ওলামা কল্যাণ পরিষদ জিয়ায়ুল হক (সভাপতি), (সাধারণ সম্পাদক) মোঃ মাওলানা জাকারিয়া হোসেন, মাওলানা মাহবুবুল উল-হক ,৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান প্রামানিক, ১ নং এলুয়ারী চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম প্রমূখ।