আমবাড়ীতে ৫ টি প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ী চিরিরবন্দর পার্বতীপুরে থানা মধ্যস্থল আমবাড়ী বাসস্ট্যান ও ৭ নং মোস্তাফাপুর ইউনিয়ন আমবাড়ী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার বেলা ১২ টার সময় দিনাজপুরের ফুলবাড়ী- চিরিরবন্দর- পার্বতীপুরে- থানা মধ্যস্থলের আমবাড়ী বাসস্ট্যানে ও ৭ নং মোস্তাফাপুর ইউনিয়ন আমবাড়ী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানে ৫ টি প্রতিষ্ঠানে মোট ২৩ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়েছে।
জরিমানা আদায় করা প্রতিষ্ঠান হলো: আব্দুল লতিফের দোকানে ৬ হাজার টাকা,আমবাড়ী শাহ্ হোটেল ও রেস্টুরেন্ট ৫হাজার টাকা,আব্দুল আজিজ দোকানে ৫ হাজার টাকা,
ওয়াসিম প্রতিষ্ঠান ৪ হাজার টাকা,সাফিনের প্রতিষ্ঠানে ৩ হাজার টাকা সহ সবমোট ২৩ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুরে সেনেন্টারী ইন্সপেক্টর ছবি রাণী, দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর মোঃ এরশাদ আলী এবং সার্বিক সহযোগিতা ছিলেন দিনাজপুর জেলা পুলিশের একটি টিম।