এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর সভাপতি ফরিদুল হক সম্পাদক মজনু মোল্লা

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ এর এজিএম এবং ক্লাব নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে অগ্রনী ব্যাংক,সিরাজগঞ্জ শাখা’র সাবেক এজিএম মোঃ ফরিদুল হককে প্রেসিডেন্ট এবং বিশিষ্ট দন্ত চিকিৎসক “মোল্লা ডেন্টাল হল” এর সত্বাধিকারী ডেন্টিষ্ট মোঃ মজনু মোল্লা কে সেক্রেটারি এন্ড ডিএন এডিটর করে ২০২৩ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ WF চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি উপস্থিত সকল এপেক্সসিয়ানদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।