সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

এলজিইডি’র সহকারী প্রকৌশলী মাসে ৫শ ৬০ লিটার জ্বালানি খরচ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের সরকারী গাড়ী বিলাসবহুল জীবন যাপন নিয়ে

উঠেছে নানান গুঞ্জন। তিনি শুধু গাড়ি ব্যবহারই করেননি, চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে প্রতি মাসে এলজিইডি থেকে গাড়ি বাবদ নিয়েছে প্রায় এক লক্ষ টাকা। তাছাড়াও তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি-নামে-বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক বনে যাওয়া অভিযোগ উঠেছে।

অনুসন্ধান চালিয়ে জানা গেছে, চলতি বছরের (১০ ফেব্রুয়ারী) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয়ের আওতাধীন লালমনিরহাটে যোগদান করেন সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ। তিনি উক্ত অফিসে যোগদানের পর তার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অসদ-আচরণসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে পড়েন।

এমনকি (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের ইসলামসহ কাউকে মানেন না। তার কাছে সবাই যেন একেবারে অসহায়। সময়মত অফিস করেন না। তিনি তার ইচ্ছা-মতো চলাফেরা এবং অফিস করেন। স্থানী সরকার মন্ত্রণালয় হিসেবে উন্নয়ন প্রকল্পগুলো দেখভাল ও নজরদারির জন্য এলজিইডির গাড়ি জেলার ভিতরে ব্যবহারের যৌক্তিকতা আছে বলে কেউ কেউ মনে করেন।

কিন্তু সে গাড়ি ব্যবহারে নির্বাহী প্রকৌশলীর অনুমতিক্রমে সহকারী প্রকৌশলীরা জেলার ভিতরে ব্যবহার করতে পারবেন। তাছাড়া সরকারি ভাবে সহকারী প্রকৌশলীদের নামে কোন গাড়ি বরাদ্দ নেই।

অথচ সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ (এলজিইডি) দুটো গাড়ি বীরদর্পে ব্যবহার করছেন। ওই সব গাড়ির চাবি চালক ও মেকানিক্যাল ফোরম্যানের নিকট জমা রাখার বিধান থাকলেও তিনি ক্ষমতার দাপট দেখিয়ে নিজের কাছে রাখেন। আব্দুল মান্নাফ চালক-সহ সার্বক্ষণিক (এলজিইডির) গাড়ি ব্যক্তিগত কাজেও ব্যবহার করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ ঢাকা মেট্রো-হ-১১-৭৬১৪ নম্বর সরকারী গাড়িটি ও তার চালক আলম হোসেনকে নিয়ে লালমনিরহাট থেকে পঞ্চগড়ে প্রতিমাসেই পরিবারকে নিয়ে ১৩৯ কিঃমিঃ সড়ক পথ পাড়ি দিয়ে গ্রামের বাড়িতে যান। আবার সেই সরকারী গাড়িতে চড়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরেন। এভাবেই চলতি বছরের শুধুমাত্র জুলাই মাসে ৫শ ৬০ লিটার গাড়ির জ্বালানি, চালক, মেরামতসহ বিভিন্ন খাতে প্রতি মাসে প্রায় এক লাখ টাকা খরচ করে অধিদপ্তরের। অথচ ওই গাড়িতে ৫শ ৬০ লিটার জ্বালানি তেল দিয়ে প্রায় ৪ হাজার ৪শ কিঃ মিঃ চলাচল করা সম্ভব।

যা গাড়িতে রাখা লকবইটি জব্দ করলে প্রমান মিলবে। তাছাড়াও ওই গাড়ীতে চড়ে প্রতি মাসে পরিবারসহ রংপুরে শপিং করা, মেয়ের স্কুল যাতায়াত, ব্যক্তিগত কাজে জেলার বাহিরে সফর, রাতে শহরের বিভিন্ন স্থানে অহেতুক ঘোরাঘুরি করে সরকারি সম্পদ এভাবেই অপচয় করেই চলছেন।

সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের সরকারী গাড়ি বিলাসবহুল জীবন যাপনের আয়ের উৎস কি, এনিয়ে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে (এলজিইডি) অঙ্গনে। তার গুঞ্জনের পিছনে লুকিয়ে ছিল বড় ধরণের দুর্নীতি। সেই দুর্নীতির ফিরিস্তি ঘাঁটতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তিনি এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখাশুনা’র নামে প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা ও অনৈতিক সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন।

এতো বিলাসবহুল জীবন যাপনের অর্থ তার বেতনের টাকায় নয়, বড় অর্থের অংশটা আদায় করেন ঠিকাদারদের নিকট থেকে কাজের ভুল-ভাল ধরে। এভাবে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বাড়ি-গাড়ি, নামে-বেনামে সম্পত্তিসহ কোটি টাকার মালিক বনে গেছেন, যা তদন্ত করলে বেড়িয়ে আসবে।

নাম প্রকাশে অনইচ্ছুক শর্তে ক’জন স্থানীয়(এলজিইডির) ঠিকাদার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের উন্নয়ন প্রকল্প তদারকিতে আমরা সন্তোষ্ট না। কারণ তার কাছে টাকাই সব। উপরের বড়কর্তার সাথে তার গভীর সক্ষতা রয়েছে। ফলে ক্ষমতার দাপটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গেলে টাকা, ফাইলে স্বাক্ষর নিতে গেলেও টাকা দিতে হয়। কাজ নিম্নমানের হলেও কোন সমস্যা নেই। এমনিতে নির্মাণ সামগ্রী’র দাম উর্দ্ধগতি তার উপর আব্দুল মান্নাফের অনিয়ম, দুর্নীতিতে আমরা অতিষ্ট হয়ে উঠেছি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন ধরেননি। দফায় দফায় অফিসে গেলেও তার সাক্ষাত পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর কাদের ইসলাম বলেন, সরকারি গাড়ী নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ায় বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিচ্ছি। এরকম হলে অফিসের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর