কওমী জুট মিলস্ হাইস্কুলে উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল বালিকা ফুটবল খেলার পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ পৌরএলাকার কওমী জুট মিলস্ হাইস্কুলে উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল বালিকা ফুটবল প্রতিযোগিতায় এর চ্যাম্পিয়ানশীপ গৌরব অর্জনকারী লাল- সবুজ বালিকাদের মাঝে সনদ বিতরণ ও মেডেল ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল অত্র বিদ্যালয়ের খেলার মাঠে বালিকা ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সিরাজগঞ্জ পৌরসভার ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রুমানা রেশমা , ১৩ নং ওয়ার্ডের পৌরকাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, আলেয়া জুট মিলস্ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোসেন খান, প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ সাদেক খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ কোরবান আলী এবং সভাপতিত্ব করেন, কওমী জুট মিলস্ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা মিথুন চৌধুরী।
খেলা পরিচালনায় ছিলেন, ওমর ফারুক, ফয়সাল মাহমুদ।
এসময়ে অত্রবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ ইকবাল, মোঃ আমিনুল ইসলাম সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীগণ, অভিভাবক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের অনেকে উপস্থিত ছিলেন।