কাজিপুরের খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথবাক্য পাঠ সম্পন্ন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_303321218792667-700x390.jpeg)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এর শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে
সোমবার (৩ জুলাই) বেলা ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে
নবনির্বাচিত খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম-কে শপথ বাক্য পাঠ করান সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক (উপসচিব)
মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), কাজিপুর, সিরাজগঞ্জ এবং সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, সিরাজগঞ্জ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।