কাজিপুরের রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের এডহক কমিটির পরিচিতি সভা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি মোতাবেক গত ২৪ সেপ্টেম্বর এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়।
গত ৬ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবনির্বাচিত সদস্যগণ ও বক্তারা সুষ্ঠু, সুন্দর শিক্ষাদান পরিবেশ নিশ্চিত, আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণে শিক্ষার মান উন্নয়ন, সুনাগরিক তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সরকার পরিবর্তনের পর রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি করা হয়েছে এস, এম রেজওয়ানুর রহমানকে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়াও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাফেজা খাতুন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ রোকনুজ্জামান ( প্রভাষক, বাংলা) কে মনোনীত করা হয়েছে। পরিচিতি পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস, এম সাইদুল ইসলাম (অধ্যক্ষ, ভারপ্রাপ্ত)।
এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের মুরুব্বী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজের নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি সভাপতি এস, এম রেজওয়ানুর রহমান, কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও বিদ্যোৎসাহী সদস্য- সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য- মোছাঃ রাফেজা খাতুন, শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ আব্দুস সালাম, শিক্ষক প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান ( প্রভাষক, বাংলা বিভাগ)।