কাজিপুরে প্রয়াত ছাত্রনেতা আল-আমিনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি আল-আমিন তালুকদারের ৭তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
রোববার ৭ আগষ্ট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি বলেন, আমার রাজনীতির শুরুতে কাজিপুর উপজেলা ছাত্রলীগের আস্থাভাজন কান্ডারী ছিল আল-আমিন তালুকদার। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস ছিল বলেই আল-আমিন সকলের মনের মনিকোঠায় স্থান পেয়েছিল। আমি তার ভিতর দুইটি গুণ লক্ষ্য করেছি, প্রথমত নেতৃত্বের প্রতি অবিচল আস্থা অর্জন, দ্বিতীয়ত মাটির প্রতি ভালোবাসা। আল-আমিন ছিল মোহাম্মদ নাসিমের আদর্শের একনিষ্ঠ কর্মী। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক, পারভেজ আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সহঃ প্রচার সম্পাদক শওকত আকবর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি টিএম শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল মোতালেবের পরিচালনায় মরহুম আল-আমিন তালুকদারের রূহের মাগফিরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।