কাজিপুরে বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

দশ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপির জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্র এবং নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু। যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আগামী ১০ডিসেম্বর কেন্দ্র করে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। সেই কর্মাকান্ড চালাতেই বিএনপির সন্ত্রাসীরা ঢাকায় আশ্রয় নিয়েছে। পুলিশের উপর হামালা চালিয়েছে।