কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজিপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বে আগামীর শুদ্ধতা”। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর সিরাজগঞ্জ এর আয়োজনে মঙ্গলবার ২০ মে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার। প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝ থেকে দুটি প্রতিষ্ঠান অংশ নেয়।চুড়ান্ত পর্বে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রভাষক ফিরোজ হাসান, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের এক অংশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার,হোসনে আরা খাতুন, মাওলানা মোঃ আব্দুল কাদের, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ অনাান্য সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা পরিষদ অডিটোরিয়াম ৮ টি প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থীর ৮ টি দলের অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিষয় নির্ধারণ ছিল ‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা’। বিতর্কে অংশ নেয় গান্ধাইল রতনকান্দি ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদালয় ও তারকান্দি উচ্চ বিদ্যালয়। গান্ধাইল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তা নির্বাচিত হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান।
পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন এবং উপজেলার তিনটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা,ব্যাগ,জ্যামিতি বক্স, খাতা,পানির পট,টিফিন বক্স, পার্স ও কলমদানি বিতরণ করেন।
পুরস্কার বিতরণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।