বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

কাজিপুরে মেয়র- কাউন্সিলর সংঘর্ষে দুজনেই মারাত্মক আহত

রিপোর্টারের নাম : / ৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: কাজিপুর পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন এবং বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান গ্ৰুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মেয়রের বসত ঘরে ঢুকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। গত ২৯ নভেম্বর বুধবার রাতে পৌরসভা এলাকার বেরিপোটল গ্ৰামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মারাত্মক আহত মেয়র ঢাকায় এবং কাউন্সিলর বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাসেদ নামের একজনকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিনের সমর্থক হবি শেখ তার এক স্বজনকে স্থানীয় একটি কলেজে নিয়োগ দিতে না পেরে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তোলে, এতে করে কাউন্সিলর কুড়ানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত ২৯ নভেম্বর রাতে বেড়িপোটল গ্ৰামে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে কাউন্সিলর কুড়ান হবিকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি ধামকি দিলে মেয়র গ্ৰুপের লোকজন কুড়ানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে, এতে কুড়ান গ্ৰুপ ক্ষিপ্ত হয়ে মেয়রের বাড়িতে হামলা চালিয়ে তাকে বসত ঘরে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় মেয়র নিজাম উদ্দিন মাথায় মারাত্মক আঘাত পান, তিনি সিরাজগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবার।ছোটভাই জাহাঙ্গীর আলম পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবি জানান।

পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানের স্বজনেরা জানান, আশংকাজনক অবস্থায় বগুড়াস্থ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে, হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে, বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে, পরীক্ষা শেষে তার প্রকৃত অবস্থা জানা যাবে। এ ঘটনায় ৩০ নভেম্বর দুপুর পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কোনো পক্ষই মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কুড়ান সমর্থক বেড়িপোটল গ্ৰামের রাসেদ (২৩) আটক আছে।

উল্লেখ্য, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন, এর আগে তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কাজিপুরে আওয়ামী লীগের দুর্দিনে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হন। পক্ষান্তরে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে থাকলেও তিনি হাইব্রিড আওয়ামী লীগার হিসেবে পরিচিত, অতীতে তিনি ছাত্রদলের কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক থাকাবস্থায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী তার হাতে নির্যাতনের শিকার হন। এঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান রইল। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নিজাম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর