কাজিপুরে ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৩ নভেম্বর) কাজিপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে ২ দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফয়সাল আহমেদ।
এসময়ে কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণের পাশাপাশি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন লক্ষ্যে শাক-সবজির বীজ, নেট, ঝাঁঝড়ি, বীজ সংরক্ষণ পাত্র ও জৈব সার প্রদান করা হয়।