কাজিপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

“বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রতিবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু- কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৯ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, পৌর আব্দুল হান্নান তালুকদার প্রমূখ।