রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; পুড়ে ছাই ১৫ লক্ষ টাকার মালামাল অধ্যক্ষ কতৃক শিক্ষার্থীকে কুপ্রস্তাব বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা ঈদ বাজার বেনাপোলে দর্জি কারিগরদের ব্যস্ততা, ছিট কাপড়ের দোকানে ভীড় ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট পূত্র বাবা আহত সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়

কাজিপুরে ৯৫ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা স্বরুপ মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৯৫ ফাউন্ডেশন কাজিপুর কর্তৃক আয়োজিত এ উদ্যোগে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর কাজিপুর উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। এ সময় তিনি বলেন, আলোকিত মানুষের সমন্বয়ে গড়া সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণকর কাজ করে যাচ্ছে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। কাজিপুরের বর্তমান এবং ভবিষ্যত প্রজন্ম যেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে তারা কাজ করছে। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সহায়ক এ রকম উদ্যোগকে স্বাগত জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়াও ৯৫ ফাউন্ডেশন আলোকিত জাতি গড়তে ভবিষ্যতে নানা উদ্যোগ গ্ৰহণ করবে বলে আশা প্রকাশ করেন।

৯৫ ফাউন্ডেশন কাজিপুর সূত্রে জানা যায়, মেধা বৃত্তি পরীক্ষা ২০২২ এ কাজিপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। পাঁচটি বিষয়ে মোট ১০০ নাম্বারের পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে ট্যালেন্টপুলে ছয় হাজার টাকা করে বৃত্তি, সাধারণ মেধায় ৩৪ জনকে চার হাজার আট শত টাকা করে এবং এক জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিশেষ বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও ইংরেজি ও গণিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দূই জনকে আলহাজ্ব নাসিম – আমির হোসেন মাস্টার ট্রাষ্টের পক্ষ থেকে বিশেষ বৃত্তি ১৫০০ টাকা প্রদান করা হবে। ৯৫ ফাউন্ডেশন কাজিপুরের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান জানান, ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদানের অর্থ দিয়ে, সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সময়ে ইফতার সামগ্রী বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ত্রাণ সামগ্রী ও কর্মহীন দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়ে থাকে, ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর